ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

উপদেষ্টারা উল্টো আমাদেরকেই সবক দেন: রিজভী

প্রকাশিত: ০২:০২, ২৪ ডিসেম্বর ২০২৪

উপদেষ্টারা উল্টো আমাদেরকেই সবক দেন: রিজভী

ছবি: সংগৃহীত

প্রশাসনের অবস্থার সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, "উপদেষ্টারা বড় বড় কথা বলছেন, আর আমরা কিছু বললে সবক দিচ্ছেন।"

তিনি আক্ষেপ করে বলেন, প্রায় সাড়ে চার মাস হয়ে গেছে, কিন্তু প্রশাসনের অবস্থা এখনও ঠিক হয়নি।

সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন রিজভী। মুক্তিযোদ্ধা দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে।

রিজভী আরও বলেন, "আমরা বিশ্বাস করি, অন্তর্বর্তী সরকার যা করবে তা শেখ হাসিনার ফ্যাসিজমের পুনরাবৃত্তি হবে না।"

তিনি বলেন, "আজকাল ডানে-বামে কোথাও গেলে আগের মতো ভয় পাই না। মাইক্রোবাস দাঁড়িয়ে আছে কিনা, এটা আগে অনেক চিন্তা করতাম। আমরা একটু মুক্তি পেয়েছি এই ভীতির পরিবেশ থেকে।"

নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, "কোনো কোনো উপদেষ্টা বলেন, নির্বাচন নিয়ে এত তাড়া কিসের? এত তাড়া তো নেই। শেখ হাসিনা অনেক লম্বা করেছেন, ১৫ বছর লাগিয়েছেন। আপনারাও যদি তাদের সঙ্গে আরও অনেক বছর যোগ করতে চান তাহলে তো জনগণের মধ্যে প্রশ্ন দেখা দেবে- পার্থক্য কোথায়?"

এম.কে.

×