ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

এখন তো ছাত্রলীগ-যুবলীগ নেই, তারপরও ছিনতাই বাড়বে কেন? : রিজভী

প্রকাশিত: ০১:৫১, ২৪ ডিসেম্বর ২০২৪; আপডেট: ০১:৫৪, ২৪ ডিসেম্বর ২০২৪

এখন তো ছাত্রলীগ-যুবলীগ নেই, তারপরও ছিনতাই বাড়বে কেন? : রিজভী

ছবি: সংগৃহীত

প্রশাসনের মধ্যে সমন্বয়হীনতার কারণে সারাদেশে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ার অভিযোগ তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, "চুরি ও ছিনতাই বেড়ে গেছে এবং গত কয়েক দিনে ৯ জন মানুষ ছিনতাইকারীদের হাতে নিহত হয়েছে। এখন তো ছাত্রলীগ বা যুবলীগ নেই, তাহলে কেন এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে?"

রিজভী আরও বলেন, "সরকার প্রশাসনের সঙ্গে সমন্বয় করতে পারছে না। তাহলে কি প্রশাসনের মধ্যে তাদের কর্তৃত্ব বজায় রাখতে পারছে না?"

সোমবার রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল দোয়া মাহফিলের আয়োজন করে।

এম.কে.

×