ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

রাজনীতিতে আদর্শ খুঁজে পাচ্ছেন না সাঈদ আল নোমান!

প্রকাশিত: ০১:৪৮, ২৪ ডিসেম্বর ২০২৪

রাজনীতিতে আদর্শ খুঁজে পাচ্ছেন না সাঈদ আল নোমান!

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের মধ্যে অন্যতম আব্দুল্লাহ আল নোমানের পুত্র সাঈদ আল নোমান সম্প্রতি মন্তব্য করেছেন যে, তিনি বাংলাদেশের রাজনীতিতে কোন সুস্পষ্ট আদর্শ খুঁজে পাচ্ছেন না। তিনি বলেন, “সারা দেশের মানুষের জন্য এখন একটি রাজনৈতিক আদর্শের প্রয়োজন। আমাদের সমাজের আদর্শের বড়ই অভাব।”

সাঈদ আল নোমান আরও বলেন, “যেমন ভারতের মহাত্মা গান্ধী, মালয়েশিয়ার মাহাথির—এরা দেশের জনগণের জন্য আদর্শের প্রতীক। কিন্তু আমাদের দেশে এমন কোন রাজনৈতিক চরিত্র দেখা যাচ্ছে না, যাকে আদর্শ হিসেবে গ্রহণ করা যাবে।”

তিনি অভিযোগ করেন, “আমাদের দেশে রাজনৈতিক আইডলগুলো এখন দল কেন্দ্রিক হয়ে উঠেছে, যা আদর্শের জায়গা দখল করেছে।”

সাঈদ আল নোমান নিজের রাজনৈতিক আদর্শের বিষয়ে বলতে গিয়ে বলেন, “যদি আমাকে আমার আইডল বা নেতা সম্পর্কে প্রশ্ন করা হয়, তাহলে প্রথমে আমি বলব, আমি একজন মুসলিম, তাই হযরত মুহাম্মদ (সা.) আমার আদর্শ। এরপর, যাঁকে দেখে আমি রাজনীতি শুরু করেছি, তিনি হলেন আমার বাবা (আব্দুল্লাহ আল নোমান)।”

তবে, সাঈদ আল নোমান তার প্রশ্নটি আরও গভীরভাবে তুলে ধরেন, “আমাদের রাজনীতির বর্তমান নেতাদের আদর্শ কী? শেখ হাসিনা, খালেদা জিয়া, তারেক রহমান অথবা জয়—এদের দেখে তো আমাদের আদর্শ তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু তা হচ্ছে না।"

এ বিষয়ে সাঈদ আল নোমানের এই মন্তব্য বাংলাদেশের রাজনীতি ও নেতাদের প্রতি এক ধরনের অভ্যন্তরীণ হতাশা প্রকাশ করছে, যেখানে আদর্শিক নেতৃত্বের অভাব স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।

নুসরাত

×