ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় দুই জনকে বহিষ্কার করলো জামায়াত

প্রকাশিত: ২৩:৪৪, ২৩ ডিসেম্বর ২০২৪

মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় দুই জনকে বহিষ্কার করলো জামায়াত

ছবি সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত ও জুতার মালা পরানোর ঘটনায় দুই সমর্থককে বহিষ্কার করেছে কুমিল্লা জেলা জামায়াতে ইসলামী। একই সঙ্গে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২৩ ডিসেম্বর) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মু. শাহাজাহান ও জেলা সেক্রেটারি ড. সরওয়ার উদ্দিন সিদ্দিকী।

বহিষ্কৃত দুই সমর্থক হলেন-উপজেলা বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের মৃত আবদুল বারিকের ছেলে মো. আবুল হাশেম এবং মৃত সফিকুর রহমানের ছেলে মো. ওহিদুর রহমান।

জামায়াত নেতারা জানান, চৌদ্দগ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সংগঠনের নজরে আসে। তারা এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলে উল্লেখ করে তাদের প্রতি এমন আচরণকে অগ্রহণযোগ্য ও নিন্দনীয় বলে অভিহিত করেছেন।

জামায়াত নেতারা আরও বলেন, জামায়াতে ইসলামী কোনো অবস্থাতেই বীর মুক্তিযোদ্ধা বা সাধারণ নাগরিকদের লাঞ্ছনার সমর্থন করে না। এ ধরনের ঘটনা দুঃখজনক এবং সংগঠনের নীতির সম্পূর্ণ পরিপন্থী।

নেতারা জানান, বহিষ্কৃত ব্যক্তিরা জামায়াতের কোনো পর্যায়ের নেতা বা কর্মী ছিলেন না বরং সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার দায়ে তাদের বহিষ্কার করা হয়েছে।

তারা আরও বলেন, লাঞ্ছিত হওয়া আব্দুল হাই কানুর বিরুদ্ধে স্থানীয়ভাবে হত্যাসহ ৯টি মামলা রয়েছে। তবে এ ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে বলে জামায়াত নেতারা আশাবাদ ব্যক্ত করেন।

আশিকুর রহমান

×