ছবি: সংগৃহিত
তাবলিগ জামাতের সাদপন্থি আলেমরা অভিযোগ করেছেন যে মাওলানা মামুনুল হক চলমান দ্বন্দ্ব নিরসনের বদলে উত্তেজনা বাড়িয়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, মামুনুল হকের বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করেছে।আগুনে পানি না ঢেলে কেরোসিন ঢেলেছেন মামুনুল হক
শফিক বিন নাঈম বলেন, মামুনুল হক তাবলিগের কেউ নন, বরং তিনি দ্বন্দ্ব নিরসনের বদলে আগুনে কেরোসিন ঢেলেছেন। তিনি আরও জানান, ২০১৬ সাল থেকে সাদপন্থিদের ১০ জন নিহত এবং হাজারো মানুষ আহত হয়েছেন। ঘরে ঘরে হামলা ও লুটপাটের ঘটনাও ঘটেছে।
তারা প্রশাসনের কাছে সুষ্ঠু সমাধান এবং মুফতী মুআজ বিন নূরের নিঃশর্ত মুক্তির দাবি জানান
সংবাদ সম্মেলনে আরও ছিলেন– মাওলানা মাসুদুল হক কাসেমী, মাওলানা আব্দুর রাজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক মঞ্জুরুল হক প্রমুখ।
জাফরান