ফাইল ছবি
বাংলাদেশের রাজনীতিতে ঘুরেফিরে আসছে কিংস পার্টির প্রসঙ্গ। ছাত্র-জনতার আন্দোলনে নেতৃত্ব যারা দিয়েছেন, তাদের দিকে ইঙ্গিত করে অনেকে বলছেন, কিংস পার্টি গঠন করতে যাচ্ছেন তারা। সমালোচনার জবাব দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
একটি জাতীয় দৈনিক পত্রিকাকে সাক্ষাৎকারে কিংস পার্টি প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমরা কোনো কিংস পার্টি গঠন করছি না। রবং বাংলাদেশে প্রথম কিংস পার্টি গঠন করেছেন জিয়াউর রহমান। বিএনপি অবশ্যই বাংলাদেশের প্রথম কিংস পার্টি।’
গণ-অভ্যুত্থানের শক্তিকে সংহত করে দেশ পুনর্গঠনের লক্ষ্যে গত ৮ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। এই কমিটি তারুণ্যনির্ভর নতুন একটি রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে কাজ করছে। তবে সাম্প্রতিক সময়ে তাদের কিছু বক্তব্যের সমালোচনা হচ্ছে, দল গঠনের প্রক্রিয়া নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলেছেন।
রাজনীতিতে আলোচনা আছে, আবার একটা কিংস পার্টি তৈরি হচ্ছে, ইঙ্গিত আপনাদের দিকে—এ প্রশ্নে জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বাংলাদেশে যে সরকার (অন্তবর্তীকালীন সরকার) গঠিত হয়েছে, সরকারপ্রধান কি কোনো দলের? জিয়াউর রহমান (সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধান এবং বিএনপির প্রতিষ্ঠাতা) একটা দল গঠন করতে চেয়েছিলেন। যার জন্য একটা কিংস পার্টি হয়েছিল—বিএনপি। সরকারে বসে তিনি এটি করেছেন। বিএনপি যে কিংস পার্টি, এটা তো অস্বীকার করার জো নেই।’
আপনি কি এখনো মনে করেন বিএনপি কিংস পার্টি—প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ইয়েস, বিএনপি অবশ্যই বাংলাদেশের প্রথম কিংস পার্টি।’
আগামী এক-দুই মাসের মধ্যে রাজনৈতিক দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ লক্ষ্যে তারা কাজ করছেন। ঐতিহাসিক ও সফল জুলাই আন্দোলনের নেতাকর্মী ও ছাত্র-জনতাকে নিয়েই তারা গঠন করতে যাচ্ছেন নতুন রাজনৈতিক দল।
মো. মহিউদ্দিন