ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

যেকারণে অন্তর্বতী সরকারকে আরো দুই বছর দিতে চায় ভিপি নূর

প্রকাশিত: ০৫:১৯, ২৩ ডিসেম্বর ২০২৪; আপডেট: ০৫:২২, ২৩ ডিসেম্বর ২০২৪

যেকারণে অন্তর্বতী সরকারকে আরো দুই বছর দিতে চায় ভিপি নূর

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আরও দুই বছর সময় দেওয়া উচিত, যাতে দেশের সংস্কারের কাজগুলো সফলভাবে সম্পন্ন করা যায়। তিনি বলেন, "হাসিনা সরকারের পতন না ঘটলে তারা আরও চার বছর ক্ষমতায় থাকবে, তাই এই সরকারকে দুই বছর সময় দিলে কোনো ক্ষতি নেই।"  

রোববার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।  

নূরুল হক নূর তার বক্তব্যে বলেন, "যদি কিছু উপদেষ্টা ব্যর্থ হন, তাদের সমালোচনা করা উচিত। তবে দেশের সংস্কার এবং গণহত্যার বিচারগুলো এ সরকারের মাধ্যমেই সম্পন্ন হতে হবে।" তিনি অভিযোগ করেন, গত ১৫ বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর রাজনৈতিক সঙ্গীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন। এর মধ্যে পুলিশ, জনপ্রশাসন, বিচারবিভাগ, নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী সহ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রেই সংস্কার প্রয়োজন।  

২০১৯ সালের ২২ ডিসেম্বর ডাকসু ভবনে ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের হামলায় ডাকসু নেতা নূরুল হক নূর ও তার সহকর্মীরা আক্রান্ত হন। নূর এ সময় বলেন, "সেদিন ছাত্রলীগের সন্ত্রাসী সাদ্দাম-সনজিতের নেতৃত্বে হামলা হয়েছিল। ঢাবির প্রক্টর গোলাম রব্বানী এবং সাবেক ভিসি আখতারুজ্জামান ছাত্রলীগের সব অপকর্মের দায় বহন করবেন।"  

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানবেতর জীবনযাপন এবং বিশ্ববিদ্যালয়ের খাদ্য পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। নূর বলেন, "এখানে খাওয়ার গুণগত মান এত খারাপ যে, এটি খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েন। বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও খাবারের বরাদ্দ বাড়ানো প্রয়োজন।"  

আশিকুর রহমান

×