বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দীন
‘স্বল্প মূল্যে বিকল্প বাজার ব্যবস্থা চালু করবে জামায়াত’, মুনাফাখোররা ফকির হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। বাজার সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে। বারবার বলা সত্ত্বেও সরকার বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারেনি। আমরা আগামী রমজান মাসে বিকল্প বাজার ব্যবস্থা গড়ে তুলব। যেখানে কম দামে পাওয়া যাবে, ছোলা, ডাল, চালসহ অন্যান্য নিত্যপণ্য।
তিনি আরো বলেন, যারা নিত্য প্রয়োজনীয় জিনিস সহ অন্যান্য দ্রব্যমূল্যের দাম বাড়ায়, তাদের বাজারে আমরা যাব না।
উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দীন বলেন, আবু সাঈদেরা যে যুদ্ধ করেছে তা আমরা বৃথা যেতে দেব না। লড়াই এখনো শেষ হয়নি। আমাদের আরও লড়াই করতে হবে। জনগণকে সাথে নিয়ে চাঁদাবাজ, লুটেরাদের ভোটের মাধ্যমের বিদায় করতে হবে।
সেলিম উদ্দীন বলেন, আমরা অনেক রক্ত দিয়েছি। আমাদের আমিরে জামাত শহীদ হয়েছেন। আমাদের অসংখ্য নেতাকে আমরা হারিয়েছি। অধ্যাপক গোলাম আযম কারাগারে জীবন দিয়েছেন। মাস্তানতন্ত্রকে পূজা করার জন্য নয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘুষ, দুর্নীতিকে মাফিয়াতন্ত্রকে প্রশ্রয় দেওয়ার জন্ম হয়নি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর জন্ম হয়েছে, এই বাংলার জমিন থেকে মানুষের তৈরি করা জাহেলীয়া ও যাবতীয় কু-কর্ম থেকে মুক্ত করে, মানুষকে আল্লাহর রাস্তায় সপে দেওয়ার জন্য একজন মুত্তাকিন বান্দা তৈরি করা। মানুষ যেন তার কাছ থেকে ক্ষতি তো দুরের কথা। দেশের আপামর জনগণ হবে তার কাছে নিরাপদ ও ভরসার স্থল।
শহীদ