ছবি: সংগৃহীত
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে যারা দলের সংসদ সদস্য বা মেয়র নির্বাচিত হতেন, তারা দলের দায়িত্বে থাকতেন না। কেউ একসঙ্গে মন্ত্রী, এমপি ও জেলা বা মহানগরের শীর্ষ পদে থাকতে পারতেন না। বর্তমানে রাজনীতিতে এই চর্চা নেই।
বর্তমানে তারেক রহমান তার বাবার দেখানো নীতিতেই হাঁটতে চাইছেন বলে বিশ্লেষকদের মত। বিএনপি'র মহানগর ও জেলা কমিটিতে যারা বড় পদ পাচ্ছেন, তাদের ভবিষ্যতে এমপির টিকিট নাও দেওয়া হতে পারে।
দলের কেন্দ্রীয় নেতারা জানান, বেগম খালেদা জিয়ার সঙ্গে যারা দলের জন্য কাজ করেছেন, তাদের মধ্যে অনেকেরই বয়সি ৭০ বছরের আশেপাশে। তারা দলের সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে বিবেচিত হতে পারেন। অন্যদিকে, নতুন প্রজন্মের নেতৃত্ব তৈরি করতে সাংগঠনিক পদ-পদবি দেওয়া হচ্ছে।
বিএনপি জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতির পাশাপাশি সংগঠনেও সংস্কার আনছে। সরকার ও দলের মধ্যে সীমারেখা টানতে চাচ্ছে বিএনপি, যা জিয়াউর রহমানের শাসনামলে ছিল।
মহানগর, জেলা ও উপজেলা কমিটিতে তরুণ প্রজন্মের যোগ্য নেতাদের মূল্যায়ন করা হচ্ছে। এছাড়া, ২০১৮ সালের দলীয় প্রার্থীদের কম গুরুত্বপূর্ণ পদে রাখা হচ্ছে। সম্প্রতি ১৩টি মহানগর ও জেলা কমিটির বিশ্লেষণেও এই চিত্র উঠে এসেছে।
এম.কে.