ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিনা নির্বাচনে ক্ষমতায় থাকার রোগে’ ধরেছে ড. ইউনূসকে: ফজলুর রহমান

প্রকাশিত: ২২:৪৪, ২২ ডিসেম্বর ২০২৪

বিনা নির্বাচনে ক্ষমতায় থাকার রোগে’ ধরেছে ড. ইউনূসকে: ফজলুর রহমান

ছবি: সংগৃহীত।

এডভোকেট ফজলুর রহমানকে একটি সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল, "অন্তর্বর্তীকালীন সরকার যে বলেছে নির্বাচন ২৫ সালের জুন মাস অথবা ২৬ সালের শুরুতে হবে, এই কথায় আপনারা আশ্বস্ত হয়েছেন কি?"

উত্তরে ফজলুর রহমান বলেন, "নির্বাচন কবে হবে, এটি এখন বাংলাদেশের প্রধান প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে যারা দায়িত্বে আছেন, নির্বাচনের কথা শুনলেই তাদের মুখ বিমর্ষ হয়ে যায়। যদি ১০ জন প্রধানমন্ত্রীকে দাঁড় করানো হয়, আমি মনে করি ডক্টর ইউনুস সবার উপরে থাকবেন। তবে কেন বিনা নির্বাচনে ক্ষমতায় থাকার রোগে তাকে ধরেছে, তা আমি জানি না।"

তিনি আরও বলেন, "ডঃ ইউনুস কিছু মানুষের দ্বারা ঘেরাও হয়েছেন। ডঃ ইউনুস বলছেন, ছাত্ররা তাকে রাজনীতিতে বসিয়েছে এবং তারা যখন চাবে, তখন তিনি চলে যাবেন।"

ফজলুর রহমান ডক্টর ইউনুসকে স্যালুট করে বলেন, "তিনি বাংলার একজন সুসন্তান। কিন্তু তিনি যেখানে বসে আছেন, তার চেয়ে অন্যরা বেশি ক্ষমতা প্রদর্শন করছে।"

এছাড়াও, তিনি বলেন, "ডক্টর ইউনুস সাহেব বলেছেন যে ২০২৫ সালের জুন মাসে অথবা ২০২৬ সালের জানুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তার প্রেস সচিব বলেছেন যে নির্বাচন ২৬ সালের জুন পর্যন্ত হতে পারে। তাহলে ডক্টর ইউনুসের কথার আসল মূল্য কোথায়?"

শেষে, ফজলুর রহমান উল্লেখ করেন, "আমি বারবার বলছি, কর্মীর চেয়ে কর্মচারীর মূল্যায়ন বেশি হওয়া উচিত না। মনিবের যে চাকর, তার দাম বেশি হওয়া উচিত না। মনে রাখবেন, দেশের জনগণই হচ্ছেন কর্মী এবং চাকর হল দেশের কর্মচারী।"

নুসরাত

×