ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আমরা মনে করি রাজনৈতিক দল হতেই পারে। রাজনৈতিক দল মাঠে আসবে,জনগণকে কর্মসূচি দিবে। জনগণের কর্মসূচি ভালো লাগলে সেটা গ্রহণ করবে। গাছের ছায়ার তলে কোন গাছ জন্মে না,পরগাছা হয় বলে মন্তব্য করেন তিনি।
সম্প্রতি নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে গনমাধ্যমে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, কোন রাজনৈতিক উচ্চ বিলাস থেকে কিংস পার্টি করার চেষ্টা করে অতীতেও কেউ সফল হয়নি। আমরা মনে করি রাজনৈতিক দল হতেই পারে। রাজনৈতিক দল মাঠে আসবে,জনগণকে কর্মসূচি দিবে। জনগণের কর্মসূচি ভালো লাগলে সেটা গ্রহণ করবে। কিন্তু প্রশাসনের পৃষ্ঠপোষকতায় যেন কোন দল গঠন না হয়। গাছের ছায়ার তলে যেমন কোন গাছ জন্মে না,পরগাছা হয় বলে মন্তব্য করেন।
যারা নতুন রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছেন তাদেরকে অনুরোধ করে তিনি বলেন,পতিত স্বৈরাচারের দোসরদের নিয়ে মিটিং করলে দেশের মানুষ ভুল বুঝবে,মানুষের কাছে ভুলবার্তা যাবে। বরং তিনি নিজস্ব কর্মসূচি নিয়ে মাঠে আসার আহ্বান জানান।
গাছের তলে গাছ জন্মানোর চেষ্টা অতীতেও সার্থক হয়নি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও সার্থক হবে না বলে জানান তিনি। তিনি নতুন রাজনৈতিক দলের জন্য শুভকামনাও জানান
তাবিব