ছবি: সংগৃহীত
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ৫ তারিখ (৫ আগস্ট) দুপুর ১টা থেকে ৪টা পর্যন্ত আর্মি হেডকোয়ার্টারে, বিকাল ৪টা থেকে রাত ১০ টা পর্যন্ত বঙ্গভবনে ছিলাম। তাহলে করে আমরা ৫ই আগস্ট, ৩ আগস্টের হত্যা মামলার আসামী হই?
এটা কোন আইনে হলো সেটা তিনি হদিস পেলেন না বলে জানান তিনি। তিনি বলেন, অনেক পত্রিকা তার নামে নিউজ দিয়েছে হাজার কোটি টাকার। তিনি চ্যালেঞ্জ করে বলেন দেশে কিংবা দেশের বাইরে যদি কেউ যদি এমন কিছু প্রমাণ করতে পারে তাহলে তিনি যেকোনো শাস্তি মাথা পেতে নিতে রাজি আছেন।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, এই ধরনের নিউজ ছাপলে মানুষের কাছে ইমেজ ক্ষুন্ন হয়।
তিনি আরও বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যানকে নিয়ে অনেকেই অনেক কথা বলে, এই কথা আমাদের শোনার টাইম নাই। চেয়ারম্যানের নেতৃত্বেই জাতীয় পার্টি এগিয়ে যাবে বলে জানান তিনি।
চুন্নু বলেন, দেশের মানুষ অনেক রাজনৈতিক দলকে পছন্দ করেনা কিন্ত তারা জাতীয় পার্টিকে পছন্দ করে কারণ জাতীয় পার্টি এমন একটা রাজনৈতিক দল যাদের কোনো হিংসা নাই, কোনো মারামারি নাই, হানাহানি নাই, শান্তিপূর্ণ একটা রাজনৈতিক দল। আমরা আমাদের কর্মসূচি নিয়ে এগিয়ে যাবো। আমাদেরকে অনেক ছোটখাটো দল গালাগালি করে। তারা যদি গালাগালি করে শান্তি পায় তাহলে পাক।
সামনে যদি একটা সুষ্টু নির্বাচন হয়, সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয় তাহলে এরশাদের দল দেখিয়ে দিবে তাদের জনসমর্থন আছে কী না বলেও মন্তব্য করেনতিনি।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত আমরা মুক্তিযুদ্ধের সংঙ্গাটা ঠি করতে পাররাম না। এখন পর্যন্ত সেটা পরিবর্ন হয়েছে ১১ বার। কোন দেশে আছি আমরা।