ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

হাসিনার লুণ্ঠিত টাকা দিয়ে ১০০ টি পদ্মাসেতু তৈরী করা সম্ভব: টুকু

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৬:৪১, ২২ ডিসেম্বর ২০২৪

হাসিনার লুণ্ঠিত টাকা দিয়ে ১০০ টি পদ্মাসেতু তৈরী করা সম্ভব: টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, পতিত আওয়ামী লীগ সরকার দেশে বিচারহীনতার অপসংস্কৃতি ও অপরাজনীতি কায়েম করেছিল।  ছাত্র –জনতার গণআন্দোলনে পদত্যাগকারী সেই ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ বছর  ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করে প্রতিহিংসা পরায়ণ হয়ে জনগণের উপর প্রতিশোধ নিতে দেশকে শ্মশানে পরিণত করেছে। লুটেরা সরকার ও তাদের দোসররা লক্ষকোটি কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে ঋনের জালে জর্জরিত করেছে, সেই ঋনের টাকা আগামী একশো বছরেও শোধ করা দুস্কর হবে। তাদের লুটপাটের টাকা দিয়ে আরও একশোটি পদ্মা সেতু করা যেতো। 

রবিবার  দুপুরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী হাইস্কুল মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন কামারখন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ বদিউজ্জামান ফেরদৌস। সাধারণ সম্পাদক মোঃ রেজাতে রাব্বি উথানের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইকবাল হাসান মাহমুদ টুকু। 

প্রধান অতিথি ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাস্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসুচি দিয়েছেন। জনগণের আস্থা ও ভালবাসায় আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হলে দীর্ঘ আন্দোলন সংগ্রামের শরীক দল ও যুগপৎভাবে শরীক দল গুলো নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে এবং ৩১ দফার আলোকে একটি নিরাপদ সুখী সমৃদ্ধশালী দেশ গড়ে তোলা হবে,বাংলাদেশ আবারও ইমার্জিং টাইগারের দেশে রুপান্তরিত হবে। 

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।  বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস। 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক নির্বাচিত জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ ও জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল আজীজ সরকার,জেলা বিএনপির সহ সভাপতি অমর কৃষ্ণদাস,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, হারুন অর রশিদ খান হাসান সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, আলমগীর আলম, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম, এস এম আব্দুল আলীম, নুরুল হুদা জিন্না,আবদুল লতিফ, ছাইদুল ইসলাম, সোহেল মাহমুদ,সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, আবদুল মান্নান মধু,মির্জা আব্দুস সামাদ,জোসনা মন্ডল, নাজমা খাতুন,পান্না, জান্নাতুল ইসলাম পলি,হায়দার আলী,আতিকুর রহমান সোহাগ, তানভীর ইসলাম, জানোয়ার হোসেন,নাজমুল হাসান নাসিম,শামীম আহমেদ ও কামাল আহমেদ।

বাবু ইসলাম/নুসরাত

×