ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

‘বাংলাদেশে সা’দ পন্থিদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে’

প্রকাশিত: ১৫:০৬, ২২ ডিসেম্বর ২০২৪

‘বাংলাদেশে সা’দ পন্থিদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে’

ছবি: সংগৃহীত।

চট্টগ্রামে হাটহাজারী উলামা পরিষদের আহ্বানে সা'দপন্থীদের বর্বর হামলার বিচার দাবি ও সকল মসজিদে সা'দপন্থীদের কার্যক্রম বন্ধের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশে ওয়াসিফুল ইসলাম ও আব্দুল হালিমসহ সা'দপন্থীদের দ্বারা ইজতেমা মাঠে ইবাদতরত ও ঘুমন্ত মুসল্লিদের ওপর হামলার মূল হুকুমদাতাদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা সরকারের কাছে কিছু গুরুত্বপূর্ণ দাবি পেশ করেন, যার মধ্যে রয়েছে:

১. ১৮ ডিসেম্বর টঙ্গি ইজতেমা মাঠে ঘুমন্ত ৫ মুসল্লিকে নৃশংসভাবে হত্যা করা সা'দপন্থী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে হবে।

২. কাকরাইল মারকাজ, চট্টগ্রামের লাভলেইন মারকাজসহ সারা দেশের সকল মসজিদে ভারতীয় এজেন্ট সা'দপন্থীদের কার্যক্রম বন্ধ করতে হবে।

৩. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১নং রোড সংলগ্ন মামুন সেন্টার থেকে সা'দপন্থীদের উচ্ছেদ করতে হবে।

৪. ১৮ ডিসেম্বর চট্টগ্রাম শহর ও হাটহাজারী থেকে সা'দপন্থী সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশগ্রহণকারী ও সহযোগিতা করা ব্যক্তিদের, যেমন আব্দুল হালিম, আনিস, মাস্টার আলীনুর, মাহবুব, হোসেন, নাজিম, মুখতার, ফারুক, মোশতাক, মুনির, এনাম, মুজিব এবং অন্যদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা উচিত।

৫. কাকরাইল মসজিদ ও ইজতেমা মাঠ সম্পূর্ণরূপে আলেমদের তত্ত্বাবধানে দিতে হবে।

৬. বিশ্ব ইজতেমা একমাত্র আলেমদের নেতৃত্বে হবে এবং সা'দিয়ানীদের ইজতেমা করতে দেওয়া যাবে না।

এছাড়া, হাটহাজারী উলামা পরিষদের সহ-সভাপতি ও হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দিন মুনির, সহ-সভাপতি মাওলানা মীর ইদ্রিস নদভী, আল হুদা মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা মীর কাসেম, গড়দুয়ারা মাদ্রাসার পরিচালক মাওলানা ইদ্রিস, মাদার্শা মাদ্রাসার পরিচালক মাওলানা ইবরাহীম, মাওলানা মুফতী শিহাব উদ্দিন, মাওলানা হাবিবুল হক বিন খালেদ, মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদী, মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, মাওলানা শফিউল্লাহ, মাওলানা হাফেজ আলী আকবর, মাওলানা মাহমুদ হোসাইন, মাওলানা নছিম উদ্দিন, মাওলানা নজরুল ইসলাম ওমানী, মাওলানা মুফতী মাহমুদ হাসান ফয়জী, মাওলানা নিজাম সাইয়িদ, জনাব মো: ফোরকান সিকদার, মাওলানা ইকবাল মাদানী, মাওলানা আসাদ উল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন এবং তাদের বক্তব্যে সা'দপন্থীদের বিরুদ্ধে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান।

নুসরাত

×