আন্দালিব রহমান পার্থ। ছবি: ভিডিও থেকে নেওয়া
আন্দালিব রহমান পার্থ বলেছেন, আমাদের দেশে একজন ভালো মানুষ লাগবে। তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। রাজনীতিবিদ যদি ভালো না হয়, তাহলে সেমিনার করে কোনো লাভ হবে না। আমরা পলিটিক্স করি, আমরা জানি, যদি রাজনীতিবিদ ভালো না হয়, যতই সেমিনার করি কোনো লাভ হবে না। দেশে একজন ভালো মানুষ লাগবে, সব ঠিক হয়ে যাবে। দেশের চেহারা পাল্টে যাবে।
সম্প্রতি গণমাধ্যমে এক আলোচনা সভায় এসব কথা বলেন আন্দালিব রহমান পার্থ।
সাবেক এই সংসদ সদস্য বলেন, একটা সময় আসছে, আবেগটাকে বাদ দিয়ে বিবেকটাকে কাজে লাগাই। আমাদের এই ক্যাম্পিয়িনটা করা উচিত। যাতে করে ভালো মানুষরা রাজনীতি আসে, ভালো মানুষরা নেতৃত্বে আসে। ভালো মানুষরা দেশ পরিচালনায় আসে। ভালো বার্বুচি থাকলে ভালো খাওয়া যায়। ভালো প্রকৌশলী থাকলে ভালো বাড়ি পাবেন। ভালো ডাক্তার খাকলেই আপনি সুস্থ থাকবেন।
ব্যারিস্টার পার্থ বলেন, আপনাদের যত আক্ষেপ, যত কিছু, কিচ্ছু হবে না। আমরা স্যান্ডুয়িচ খাবো, কফি খাবো- কিচ্ছু হবে না। গত ৫০ বছরে তাই হয়েছে। আপনারা যা-ই করেন। যদি শেখ হাসিনা সরকার টিকে যেতো-এই সেমিনার দিয়ে কী হতো! এই ছাত্র আন্দোলনের আগে যখন আমরা মার খেতাম, আমাদের ধরে নিয়ে যেতো, ছাত্রদল বা জামায়াত করলে মৃত্যু ভয় কাজ করতো, ও জামায়াত করে, ও ছাত্রদল করে ও মারা যাবেই। ও তো ধরা খাবেই। তখন কিন্তু আমরা সেমিনার করতে দেখেনি।
তিনি বলেন, হেফাজতের বাচ্চা বাচ্চা ছেলেদের কান ধরে উঠবস করাতো তখন আমাদের গায়ে লাগেনি। গায়ে লেগেছে তখন যখন ব্র্যাক ও নর্থসাউথ ইউনিভার্সিটিতে গোলাগুলি হয়েছে। সেখানে আমার ভাই-বোনেরা পড়ে, সুশীলদের তখন গায়ে লেগেছে। জাতি হিসেবে আমরা কতখানি সেলফিশ করেছি।
আমি অনুরোধ করব, আপনারা এমন কিছু বানান, ইচ্ছা করলেও ক্ষমতায় গেলেও আমরা না করতে না পারি। আমরা রাজনৈতিক নেতারা একটা জিনিস ভয় পাই, আপনার ক্রিটিক বা শত্রু যে খালেদা জিয়া বিএনপি চেয়ারপার্সন বয়স হয়ে গেছে, তারেক রহমান আসতে পারবেন না। জামায়াতে ইসলামও আসতে পারবে না। জাতীয় পার্টি তো আমিই চালাই। দৃশ্যমান শত্রু আমার বাংলাদেশে নেই। অদৃশ্যমান শত্রু যে, আপনারা আর আমাদের স্বৈরাচার হতে দিয়েন না। এই জনগণ পঞ্চাশ বছর রাজনীতি করতে দেখেছেন।
এসআর