আন্দালিব রহমান পার্থ
রাজনীতিবিদ আন্দালিব রহমান পার্থ বলেছেন, আপনার যখন নৈতিক অবক্ষয় হবে, সবদিক থেকে হবে। আপনার প্রত্যেকটা সেক্টর খারাপ। আপনি কোথায় পাবেন ভালো রাজনীতি! কে রাজনীতি করবে? রাজনীতিতে কারা আসছে? আমরা কোথায় থেকে আসছি?
সম্প্রতি গণমাধ্যমে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
আন্দালিব রহমান পার্থ বলেছেন, রাজনীতিবিদ যদি ভালো না হয় তাহলে সেমিনার করে কোনো লাভ হবে না। আমরা পলিটিক্স করি, আমরা জানি, যদি রাজনীতিবিদ ভালো না হয়, যতই সেমিনার করি কোনো লাভ হবে না। দেশে একজন ভালো মানুষ লাগবে সব ঠিক হয়ে যাবে।
তিনি আরো বলেন, আমরা কথা হচ্ছে- মাথা যদি ঠিক না থাকে, কিছুই ঠিক থাকবে না! আপনি ক্যাম্পিয়িন স্টার্ট করেন। আমরা আপনাদের ভয় পাই। আগামীতে ভালো মানুষরা সংসদে আসে। ইয়াবা বদি, মমতাজ যারা সংসদে দাঁড়িয়েছে। ২০১৪ সালে মানুষ আমাকে বলত, পারেন নাই আপনারা, পারলেন না আওয়ামী লীগকে সরাতে, ধরা খেয়ে গেলেন। আমি বলি, তুমি পার নাই।
এই আইনজীবী বলেন, দেশটা তো আমাদের! আমার মাকে তো সেভ করতে পারলেন না। দেশটা তো আমার মা! আপনি যদি মার্কা দিয়ে ভোট দিয়ে দেন। মার্কা দেখে বিচার করেন। বলেন ও-ই সবচেয়ে ভালো! তা যদি করেন, তখন খারাপ মানুষ আসবে। আপনি তখন যত সংস্কার করেন, কাজ হবে না।
পার্টি যদি কোন সিদ্ধান্ত নেয় এক সঙ্গে আমরা সাপোর্ট করি। আমার মনে হয়, ভালো রাজনীতিবিদ আসলে দেশটা সুন্দর হবে। ক্ষমা চাইলে কী লাভ! আবার ক্ষমা চাইবে!
সাবেক এই সংসদ সদস্য বলেন, একটা সময় আসছে, আবেগটাকে বাদ দিয়ে বিবেকটাকে কাজে লাগাই। আমাদের এই ক্যাম্পিয়িনটা করা উচিত। ভালো মানুষরা রাজনীতি আসে, ভালো মানুষরা নেতৃত্বে আসে। ভালো মানুষরা দেশ পরিচালনায় আসে। ভালো বার্বুচি থাকলে ভালো খাওয়া যায়। ভালো প্রকৌশলী থাকলে ভালো বাড়ি পাবেন। ভালো ডাক্তার খাকলেই আপনি সুস্থ থাকবেন।
এসআর