ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিগত ১৬ বছর শুধু প্রতিবন্ধীরাই নয়, অধিকার হারিয়েছে দেশের সকল জনগণ: তারেক রহমান

প্রকাশিত: ০৭:৫২, ২২ ডিসেম্বর ২০২৪; আপডেট: ০৭:৫৩, ২২ ডিসেম্বর ২০২৪

বিগত ১৬ বছর শুধু প্রতিবন্ধীরাই নয়, অধিকার হারিয়েছে দেশের সকল জনগণ: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি ক্ষমতায় গেলে সবাইকে সাথে নিয়ে সমন্বিতভাবে রাষ্ট্র গঠন করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর এলজিইডি মিলনায়তনে বিশেষ চাহিদা সম্পন্নদের সাথে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান।

দৈনন্দিন জীবনে কীভাবে নানারকমের প্রতিবন্ধকতার শিকার হতে হয় তা তারেক রহমানের কাছে তুলে ধরেন প্রতিবন্ধীরা। প্রায় দুই ঘন্টা ধরে পিছিয়ে পড়া নারী-পুরুষের কথা শুনে নিজের বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

তিনি বলেন, " আমরা গণপরিবহন এবং বিভিন্ন সরকারি-বেসরকারী স্থাপনাকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে চাই।"

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করবে।

তারেক রহমান বলেন, "এই মানুষগুলো যাতে অর্থনৈতিকভাবে সাবলম্বী হতে পারে, তার জন্য বাস্তবসম্মত ওয়াকেশনাল এবং টেকনিক্যাল ট্রেনিংয়ের ব্যবস্থার পরিকল্পনা আমরা রেখেছি। পাশাপাশি সরকারী চাকরিতে এই সকল মানুষদের জন্য একটি নির্দিষ্ট অংশীদারিত্ব নিশ্চিত করার পরিকল্পনাও আছে আমাদের ভেতরে।"

শেখ হাসিনার আমলে জনগণ তাদের অধিকার হারিয়ে অসহায় জীবনযাপন করেছে। কীভাবে প্রতিবন্ধীদের দেশের সম্পদে পরিণত করা যায় তা নিয়ে কাজ করা হবে বলেও জানান তারেক রহমান। 

এদিকে, ক্ষমতায় গেলে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রিয়াদ

×