ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, "আমাদের যেন স্বৈরাচার হয়ে উঠতে না হয়।"
তিনি বলেন, "এখন যেন মনে না হয়, আমাদের কোনো অপজিশন নেই, যা খুশি তাই করবো। আপনাদের উচিত একটা কার্যকর বিরোধী দল তৈরি করা। আমাদের আর স্বৈরাচার হতে দিয়েন না।"
পার্থ বলেন, "৫০ বছর ধরে জনগণ রাজনীতিবিদদের দেখেছে। কিন্তু কেন যেন রক্ষীবাহিনীর কথা মনে পড়ে। রক্ষীবাহিনীর সময়ের পরও কি আওয়ামী লীগ নির্বাচিত হয়নি? ইয়াবা বদি আর বিচ্ছু শামসুদের কি স্যালুট দেওয়া হয়নি?"
তিনি আরও বলেন, "রাজনীতিবিদ ভালো না হলে কোনো সেমিনার দিয়ে লাভ হবে না। দেশে ভালো রাজনীতিবিদ প্রয়োজন। শেখ হাসিনা টিকে থাকলে কি আজকের সেমিনার হতো? আন্দোলনের সময় ছাত্রদল বা জামায়াত করলে মৃত্যু স্বাভাবিক ছিল। তখন তো কোনো সেমিনার হয়নি।"
হেফাজতের প্রসঙ্গে তিনি বলেন, "তাদের ছেলেদের কান ধরে ওঠানো-নামানো আমাদের গায়ে লাগেনি। কিন্তু যখন নর্থ সাউথ বা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গোলাগুলি হয়েছে, তখন গায়ে লেগেছে। কারণ সেখানে আমাদের ভাই-বোনেরা পড়ে। জাতি হিসেবে আমরা কতটা স্বার্থপর, তা ভেবে দেখা দরকার।"
এম.কে.