ছবি: সংগৃহীত
দীর্ঘ সাড়ে ১৫ বছর ধরে আন্দোলন চালিয়েও স্বৈরাচারী শাসনকে বিতাড়িত করতে পারেননি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, "আমরা দীর্ঘ সাড়ে ১৫ বছর ধরে আন্দোলন চালিয়েও স্বৈরাচারী শাসনকে বিতাড়িত করতে পারিনি। তবে গর্বের বিষয়, আমাদের সন্তানরা সেই অসম্ভব কাজটি সফলভাবে করেছে। তাদের অবদান জাতি চিরকাল স্মরণ করবে। আল্লাহর সাহায্যে তারা দেশকে নতুন আলো দেখিয়েছে। এমন সন্তান পেয়ে জাতি গর্বিত। আগামী বাংলাদেশ তাদের হাতেই থাকবে।”
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী। সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি মো. ইয়ামির আলী এবং সহকারী সেক্রেটারি হারুনুর রশিদ।
এম.কে.