ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সাবেক সচিব ইসমাইল ২ দিনের রিমান্ডে

প্রকাশিত: ১৭:০৬, ২১ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৭:০৭, ২১ ডিসেম্বর ২০২৪

সাবেক সচিব ইসমাইল ২ দিনের রিমান্ডে

সাবেক সচিব ইসমাইল হোসেন

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব ইসমাইল হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

শনিবার (২১ ডিসেম্বর) তাকে সিএমএম আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। পরে শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

জানা গেছে, বিমানবন্দর থানা-পুলিশ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ইসমাইল হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন করলে শুনানি শেসে আদালত ইসমাইল হোসেনকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

এর আগে শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার সময় ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

এম হাসান

×