শামীম হায়দার পাটোয়ারী। ছবি: ভিডিও থেকে নেওয়া
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, এই সরকারের কোন রাজনৈতিক দল ছিল না। ওয়ান এলিভেনের সরকার ছিল সেনা সমর্থিত। যেহেতু কোন রাজনৈতিক দল ছিল না। স্বাভাবিকভাবে এই সরকার ছাত্রদের ওপর ডিপেন্ড করেছে। বিশাল অংশের ছাত্র ছিল, যাদের মধ্যে রিয়েল দেশপ্রেমিক ছিল, তাদের অনেকে হারিয়ে যেতে পারে।
সম্প্রতি এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, ছাত্ররা বুঝে হোক না বুঝে হোক তারা সেই ডেপেন্ডে সায় দিয়েছে, আন্দোলন করেছে, এমুককে হটাও, এমুক রাখা ভালো কাজও করেছে। ভালো কথাগুলো রিফ্লেক্ট হয়নি। সবাই মিলে একটা বাঘের পিঠে বসে পড়েছে। এই বাঘের পিঠ থেকে নামা এত সহজ না। রিজাইন করাও কঠিন। কঠিন মানে খুব কঠিন। সবাই কঠিন পরিস্থিতিতে চলে গেছে, বুঝে, না বুঝে।
তিনি বলেন, আমার দুঃখ হচ্ছে- বিশাল অংশের ছাত্র ছিল, যাদের মধ্যে রিয়েল দেশপ্রেমিক ছিল, তাদের অনেকে হারিয়ে যেতে পারে। অনেকে ডিমটিভেটিভ হয়ে সরে আসবে। কেউ দেখবে তার আদর্শটা প্রতিফলিত হচ্ছে না, আস্তে আস্তে কিছু না বলে রাজনীতি থেকে সরে আসতে পারে। আবার কেউ কেউ সুকৌশলে এগিয়েও যেতে পারে। বিশাল কিছু অর্জন হবে।
এই আইনজীবী বলেন, কোর্টে এখন মব জাস্টিস হচ্ছে, বিচারপতিকে ঢিল মারা হচ্ছে- এটা খুব খারাপ জিনিস। এটা মানবাধিকার লঙ্ঘন। নিরাপত্তা থাকবে না। অসংখ্য কনসপারেন্সি হবে। রাষ্ট্র সেগুলো সামাল দিতে পারবে না।
শামীম হায়দার বলেন, যখন সে সরকার গঠন হয়েছে, আমলাতান্ত্রিকতা সেই সরকারকে সহযোগিতা করেছে। একন একটা সরকার গঠন করে ফেলেছে, এখন সহযোগিতা পাচ্ছে না কেন? যারা বাঘের ওপর বসেছে। তারা মুখের ওপর বলছে, আন্দোলনে আপনার কোন ভূমিকা নেই। আপনি স্বৈরাচারের দালাল। এই পরিস্থিতির কারণে আমলাতান্ত্রিক পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারছে না।
এসআর