ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

বিএনপি কখনোই এদেশের জনগণের গণতন্ত্রকে হরণ করে নি: টুকু

প্রকাশিত: ১৪:৫২, ২১ ডিসেম্বর ২০২৪

বিএনপি কখনোই এদেশের জনগণের গণতন্ত্রকে হরণ করে নি: টুকু

ছবি: সংগৃহীত।

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, “দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র বিএনপির কাছে নিরাপদ। বিএনপি হলো গণতন্ত্রের প্রকৃত পক্ষে রক্ষক দল। আমরা গর্বের সাথে বলতে পারি, আমরা কখনোই জনগণের গণতন্ত্রকে হরণ করি নি।”

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বিন্যাফৈর স্কুল মাঠে আয়োজিত রফিকুল ইসলাম ফারুকের স্মরণসভায় তিনি এ কথা বলেন। 

টুকু বলেন, “৯ বছর আন্দোলন করে সংসদীয় গণতন্ত্র দিয়েছেন বেগম খালেদা জিয়া। আমাদের অভিভাবক তারেক রহমান ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করছেন। আমাদের নেতা কি আপোষ করেছেন। ২৪ সালের অনেকে ক্ষমতার লোভে ভাগাভাগির সেই নির্বাচনে গিয়েছেন। জনগণ ভোট দেয়নি। তারেক রহমানকে অনেকভাবেই অফার করা হয়েছিল। সাবেক মন্ত্রী রাজ্জাক সাহেব বলেছিলেন, বিএনপিকে বলা হয়েছিল যদি তারা নির্বাচনে আসে তাহলে নেতাকর্মীদের গ্রেপ্তার ও নির্যাতন করা হবে না। আমাদের নেতা তারেক রহমান জনগণের অধিকারের কথা চিন্তা করে ওই ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে কোন আপোষ করেননি।” 

নুসরাত

×