হাবিব উন নবী খান সোহেল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, ওনার দুর্নীতির প্রমাণ শুধু বাংলাদেশে নয়, মহাকাশেও ঘুরে বেড়াচ্ছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ প্রকল্প তিন হাজার কোটি টাকার দুর্নীতির সেই প্রতীক ।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার ইছাপুরায় বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে কর্মী সমাবেশে এসব কথা বলেন তিনি।
সোহেল বলেন, “শেখ হাসিনা দুর্নীতি করে দেশের সব ব্যাংক শেষ করে দিয়েছেন। কোনও ব্যাংকে টাকা নেই। প্রতিবছর দেশ থেকে ছয়টি পদ্মা সেতুর সমপরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন। ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত প্রতিবছর প্রায় ১ লাখ ৮০ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে।”
শেখ হাসিনার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক উল্লেখ করে সোহেল বলেন, “এক-এগারোর সময়ে যখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তখন কেউ তার পক্ষে কথা বলেনি। অথচ বেগম খালেদা জিয়া তার পক্ষে বিবৃতি দিয়েছিলেন। ক্ষমতায় এসে শেখ হাসিনা তাকে গুলশানের বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছেন।”
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে সোহেল বলেন, “বিচার বিভাগের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের সুযোগ এসেছে। ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছি। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।”
কর্মী সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। উদ্বোধনী বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নেতা শেখ মজিবুর রহমান ইকবাল, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, এবং দক্ষিণ জেলা কৃষকদলের আহ্বায়ক মো. মোস্তফা জামান।
আশিকুর রহমান