ছবি: সংগৃহীত।
‘সংঘর্ষ নয়, অতর্কিত সন্ত্রাসী হামলায় হত্যাযজ্ঞ চালিয়েছে আওয়ামী দোসর সা’দপন্থিরা’—এমন মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব মাওলানা সাজেদুর রহমান।
২০ ডিসেম্বর শুক্রবার এক বিবৃতিতে তারা এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে বলেন, বিশ্ব ইজতেমার ময়দানে তাবলীগ জামাতের সাথী ভাইদের উপর সা’দপন্থীদের পরিকল্পিত হামলাকে মিডিয়া ভুলভাবে ‘দুই পক্ষের সংঘর্ষ’ হিসেবে উপস্থাপন করছে।
বিবৃতিতে তারা আরও বলেন, ‘‘টঙ্গী ইজতেমার ময়দানে গভীর রাতে যখন তাবলীগের সাথী ভাইরা তাহাজ্জুতরত এবং ঘুমন্ত ছিলেন, ঠিক তখনই চিহ্নিত আওয়ামী দোসর সা’দপন্থিরা পরিকল্পিতভাবে অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে ৪ জনকে শহিদ করেছে এবং অসংখ্য সাথী ভাইকে আহত করেছে। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের জোরালো দাবি, অবিলম্বে হামলায় জড়িত সাদপন্থী সবাইকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। একইসঙ্গে তাদের আওয়ামী ও ভারতীয় ষড়যন্ত্রমূলক নেটওয়ার্ক ধ্বংস করে সাদপন্থিদের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। ভিকটিম পক্ষের সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।’’
অপর দিকে, সা’দপন্থিদের বিরুদ্ধে একপক্ষীয় হামলার ঘটনাকে মিডিয়া ‘দুই পক্ষের সংঘর্ষ’ হিসেবে উপস্থাপনা করা প্রসঙ্গে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, ‘‘নিজস্ব রাজনৈতিক এজেন্ডা অনুযায়ী কোনো ঘটনাকে ‘সংঘর্ষ’ আর কোনো ঘটনাকে ‘হামলা’ বা ‘তাণ্ডব’ বলা কোনোভাবেই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার উদাহরণ নয়। তাদের অন্তত লজ্জা হওয়া উচিত। বিতর্কিত ভারতীয় আলেম মাওলানা সাদের অনুসারী দাবি করে তাবলীগে বিভাজনের ষড়যন্ত্রে মেতে ওঠেছে দ্বীনের মুখোশধারী একদল চিহ্নিত আওয়ামী দোসর। ফ্যাসিস্ট হাসিনার আমল থেকেই সা’দপন্থিরা আওয়ামী লীগের তাবেদারি করে শুধু তাবলীগে বিভাজনই নয়, আলেম-ওলামার বিরুদ্ধেও বিদ্বেষমূলক প্রপাগান্ডা চালিয়েছে। গত ২০১৮ সালের ডিসেম্বরেও তারা ইজতেমা ময়দানে হামলা চালিয়ে একজন নিহতসহ অসংখ্য মানুষ আহত হলেও আজও তাদের বিচার হয়নি।’’
নুসরাত