রাজনীতিবিদ আন্দালিব রহমান পার্থ
রাজনীতিতে সৎ ও দক্ষ নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সাবেক সংসদ সদস্য এবং রাজনীতিবিদ আন্দালিব রহমান পার্থ বলেছেন, "একটা সময় রাজনীতিতে ভালো ছেলেদের আসা বন্ধ হয়ে গিয়েছিল।" সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
পার্থ তার বক্তব্যে বলেন, "রাজনৈতিক প্রেক্ষাপট থেকে মানুষের পাশে দাঁড়ানোর সুযোগটাই আমি সবচেয়ে বড় অর্জন মনে করি। একজন রাজনীতিবিদ হিসেবে মানুষের অধিকারের জন্য লড়াই করাটাই আসল কাজ।"
পার্থ বিশ্বাস করেন, রাজনীতিতে ভালো চরিত্রের মানুষ আসা দরকার, যারা জনগণের আস্থা অর্জন করতে পারে। মানুষ আমাকে দেখে বিশ্বাসের জায়গা থেকেই দেখে। কারণ, একটা সময় রাজনীতিতে ভালো ছেলেদের আসার সুযোগ সীমিত হয়ে গিয়েছিল। আমি চাই এই ধারায় পরিবর্তন আসুক।
তিনি আরও উল্লেখ করেন, রাজনীতি শুধুমাত্র ক্ষমতা নয়, এটি মানুষের জন্য কাজ করার একটি বড় প্ল্যাটফর্ম। যদি মানুষের পাশে দাঁড়াতে পারি, তাদের অধিকারের বিষয়ে কথা বলতে পারি। তবেই একজন রাজনীতিবিদ হিসেবে সফল বলে মনে করবো।
আশিকুর রহমান