উশ্যেপ্রু মারমা
জাতীয় নাগরিক কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে উশ্যেপ্রু মারমাকে কেন্দ্রীয় সদস্য পদ থেকে অব্যাহতি দিয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উশ্যেপ্রু মারমা ২০২৪ সালের ৭ জানুয়ারির বিতর্কিত জাতীয় নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ আসন থেকে তৃণমূল বিএনপি’র প্রার্থী ছিলেন। গণতান্ত্রিক স্বচ্ছতার অভাব থাকা এমন নির্বাচনে অংশগ্রহণকারী কেউ জাতীয় নাগরিক কমিটির কোনো স্তরের সদস্য থাকতে পারেন না। এ কারণে ২৫ নভেম্বর তারিখে ঘোষিত তার কেন্দ্রীয় সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ভবিষ্যতে এ ধরনের নিয়োগে কমিটি আরও সতর্কতা অবলম্বন করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উল্লেখ্য, ২০১৭ সালে উশ্যেপ্রু মারমা একটি আঞ্চলিক দলের ব্যানারে গুইমারা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে অংশগ্রহণের বিনিময়ে তিনি কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। যদিও সেই নির্বাচনে তার জামানত বাজেয়াপ্ত হয়। শেখ হাসিনার শাসনামলে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকার চেষ্টার অভিযোগে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ণচোরা, দুর্নীতিবাজ, প্রতারক এবং ভূমি দখলকারী হিসেবে উল্লেখ করা হয়।
আশিকুর রহমান