জুলাই আগস্টে আন্দোলনের শহীদ পরিবারদের নিয়ে আমরা বিএনপি পরিবারের আয়োজন। এই সংগঠনটির অন্তর্বর্তী সরকার নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করলেও তা সাধারণ মানুষের কাছে স্পষ্ট নয় বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকেও অত্যন্ত মেপে মেপে পা ফেলতে হবে যদি ভুল হয় তাহলে কিন্তু ইতিহাস যেমন দেশের ভেতর থেকে ক্ষমা করবে না বাইরের শত্রুরাও কিন্তু আমাদের কাউকেও ক্ষমা করবে না ।
জাতীয় প্রেস ক্লাবে চালক কমিটির অন্য একটি আলোচনা সভায়, ষড়যন্ত্র চলছে অভিযোগ করে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানানো হয় । সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করে ক্ষমতা হস্তান্তর কাজে সময়ক্ষেপণ করলে জনগণ তা মানবে না বলেন এই নেতা। সরকারকে অনুরোধ করব ওদের কথা কান না দিয়ে দেশের মানুষের কথা চিন্তা করেন আগামী মার্চ মাসের এক তারিখে রোজা আসতেছে এই রোজায় যেন আওয়ামী লীগের পিতা আবার সিন্ডিকেট তৈরি করতে না পারে মানুষের প্রতি খেয়াল রাখেন আর একটা নির্বাচন যত সম্ভব তারিখটা ঘোষণা করে দেন তাহলে মানুষের মনে স্বস্তি আসবে।
রাজু