ছবি: সংগৃহীত
ভোটের দাবিকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো জনগণকে ধোঁকায় ফেলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান।
পশ্চিম থানা জামায়াত আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণের পর তিনি এ মন্তব্য করেন। এছাড়া তিনি একটি চার্চে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে তিনি বলেন, "বাংলাদেশ হবে সব ধর্মের মানুষের জন্য একটি শান্তিপূর্ণ দেশ।"
তিনি রাজনৈতিক দলগুলোর নির্বাচনী দাবির অবস্থানকে সমালোচনা করে বলেন, "সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।"
এম.কে.