ছবি: সংগৃহীত।
জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের চরম বর্বরতার শিকার হওয়া এক যুবক, বিকৃত মুখমণ্ডল নিয়ে জনতার সামনে দাঁড়িয়ে, শেখ হাসিনার বিচার চেয়ে অনুরোধ করেন।
১০ ডিসেম্বর, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এই কথা বলেন। জোরপূর্বক গুম, ক্রসফায়ার, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, পুলিশ হেফাজতে নির্যাতন ও হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর গণহত্যা, জুলাই গণহত্যাসহ সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের অপরাধের বিচার চেয়ে এই সমাবেশের আয়োজন করেছে ‘মায়ের ডাক’ নামে একটি অরাজনৈতিক সংগঠন।
হাতে, পায়ে এবং মুখমণ্ডলে গুলি লাগা ছেলেটি বলেন, "এটি স্বৈরাচারী শেখ হাসিনার শাসনের ফল। আজ আমি যে অবস্থায় আছি, তার জন্য দায়ী শেখ হাসিনা। আমার হাতে, পায়ে গুলি লেগেছে। তাতে আমার কোন দুঃখ নেই, দুঃখ হচ্ছে এখনো কেন শেখ হাসিনার বিচার হচ্ছে না।"
তিনি আরো বলেন, "এই শেখ হাসিনাকে কেন এখনো শাস্তির আওতায় আনা হচ্ছে না? সে এখনো বিদেশে বসে দেশের বিরুদ্ধে নতুন নতুন ষড়যন্ত্র করছে।"
তিনি আরও বলেন, "আরও অনেক মানুষ আছে, যাদের হত্যা করা হয়েছে বা গুম করা হয়েছে, যাদের লাশও পাওয়া যায়নি। আমি তাদের পক্ষে বলতে চাই, শেখ হাসিনাকে দেশে ফেরত এনে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড প্রদান করা হোক।"
নুসরাত