তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এক টাকা দুই টাকার জন্য মায়ের পেছনে ভনভন করে ঘুরতাম, আপনারাও জনগণের সঙ্গে মাছির মত লেগে থাকুন।
সম্প্রতি নেতাকর্মীদের উদ্দেশ্যে এক ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, ছোটবেলায় স্কুলে যখন যেতাম, পড়তাম, সেই সময় পাঁচ টাকা অনেক টাকা। চার টাকা-পাঁচ টাকা-এক টাকার জন্য, এক টাকা দিয়ে ১০০ বিস্কুট পাওয়া যেত এক সময়, আমরা যখন স্কুলে পড়তাম। বন্ধুবান্ধবকে কিনে খাওয়াব,বন্ধুবান্ধবকে দেওয়া একটা বাহাদুরি ব্যাপার ছিল। আমরা এক টাকা, দুই টাকার জন্য সারাটা দিন ভনভন করে ঘুরতাম।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদেরকে এই ৩১ দফার পক্ষে সমর্থন নেওয়ার জন্য, ৩১ দফার পক্ষে, আপনার পক্ষে, আপনার দলের পক্ষে, আপনাদেরকে, এখানে উপস্থিত সবাই ,মূল দলের নেতাকর্মী, ডাজেন নট ম্যাটার, দলের পক্ষে সমর্থন নেওয়ার জন্য এখানে উপস্থিত প্রতিটি নেতাকর্মীর, অঙ্গসংগঠনের নেতাকর্মী কি-না, দিনশেষে আপনি বিএনপির লোক। এটাই হচ্ছে-আপনার মূল পরিচয়।
তারেক রহমান বলেন, সাধারণ মানুষ ছাত্রদল, যুবদল, স্বেচ্চাসেবক দল, আইনজীবী ফোরাম, মহিলা দল চিনে না। দিনশেষে জনগণের পেছনে আপনাকে, মায়ের পেছনে যেমন এক টাকা দুই টাকার জন্য ভনভন করে ঘুরতাম, আপনাদেরকেও জনগণের পেছনে ভনভন করে ঘুরতে হবে।
এসআর