বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সুন্দর বাংলাদেশের জন্য সবাইকে যুদ্ধ করতে হবে। আজকের যুদ্ধ স্বাধীনতা ও সার্বভৌমত্বের।
বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।
তারেক রহমান আরও বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে একটি সুন্দর বাংলাদেশ গড়তে সকলকে প্রস্তুতি নিতে হবে। আপনার, আমার সন্তানের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে। আর এই সুন্দর বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিতে পারেন একমাত্র আপনারা অর্থাৎ বিএনপি নেতৃবৃন্দ রা। তাই আসুন সবাই মিলে প্রস্তুতি নিন।
এসময় তিনি জনগণের আস্থা অর্জন করে নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন৷
ইসরাত