ছবি: সংগৃহীত
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, "একটা সময় শেখ হাসিনার পতন ঘটানোর জন্য সবাই এক ছিল, এখন তারা আলাদা হয়ে যাচ্ছে।"
একটি বেসরকারি টেলিভিশনের আলোচনায় তিনি নির্বাচনী প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, "আমি ১১০ দিনে সংস্কারের কোনো আলামত দেখতে পারি নি, নির্বাচনের জন্যও কোনো আলামত দেখি না। নির্বাচনের জন্য যে প্রাথমিক কাজগুলো দরকার, সেগুলোর কিছুই নেই।"
তিনি নির্বাচনের জন্য প্রয়োজনীয় কাঠামো ও প্রস্তুতির অভাবের কথা উল্লেখ করে আরও বলেন, "নির্বাচনের জন্য নির্বাচন কর্মকর্তাদের ট্রেনিং, ভোটার তালিকা, ব্যালট পেপারসহ নানা প্রস্তুতির প্রয়োজন।"
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন, বিশেষ করে কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড ও ধর্মীয় সংঘর্ষে মানুষের মৃত্যুর ঘটনায়। তিনি বলেন, "এটি অত্যন্ত দুঃখজনক, ইসলাম এটা সমর্থন করে না।"
এছাড়া তিনি বাংলাদেশের অর্থনৈতিক ঝুঁকির বিষয়েও আলোকপাত করেন এবং বলেন, "বাংলাদেশ ব্যাংক কিছু পদক্ষেপ নিয়েছে, তবে সীমান্তে চলমান উত্তেজনা এবং মায়ানমারে গৃহযুদ্ধের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।"
সবশেষে দেশের সংকট মোকাবিলায় তিনি রাজনৈতিক দল, সেনাবাহিনী ও প্রশাসনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
এম.কে.