ছবি: সংগৃহিত
সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সম্প্রতি কাশিমপুর কারাগার থেকে তার মা, বোন, ভাই ও বোনজামাইকে চিঠি লিখেছেন। চিঠিতে তিনি নিজেকে 'রাজবন্দি' হিসেবে উল্লেখ করে বলেন, 'রাজবন্দি হিসেবে জেলে আছি, কোনো চোর বা দুর্নীতিবাজ হিসেবে নই।'
তিনি আরও উল্লেখ করেন, 'অনেকে বলে আপনার কি সম্পদ আছে? দীর্ঘদিন জেলে কিভাবে খরচ চালাবেন? আমি উত্তর দেই আমার বেশি সম্পদ না থাকলেও পাঁচটি বোন আছে, একটা ভাই আছে। এরাই আমার বড় সম্পদ।'
চিঠিতে তিনি তার পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের জন্য দোয়া করেছেন এবং শিগগিরই তাদের সঙ্গে দেখা করার আশা ব্যক্ত করেছেন।
ব্যারিস্টার সুমন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গ্রেপ্তার হয়ে কাশিমপুর কারাগারে আছেন।
জাফরান