ছবি: সংগৃহীত
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, পিআর সিস্টেম নির্বাচনে সব রাজনৈতিক দল একমত হলেও বিএনপি তা পছন্দ করছে না। কারণ, এভাবে তারা এককভাবে ক্ষমতায় যেতে পারবে না এবং ফ্যাসিস্ট হয়ে লুটপাটও করতে পারবে না।
তিনি বুধবার রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন। চরমোনাই পির বলেন, পিআর সিস্টেমে নির্বাচন হলে, সংখ্যানুপাতিক হারে প্রতিনিধিত্ব হবে এবং প্রতিটি ভোটারের মূল্যায়ন হবে। তবে বিএনপি এই সিস্টেমের বিরোধিতা করছে।
ভারতের আচরণে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশ স্বাধীনতা স্বীকার না করার কারণে ভারতকে সমালোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ ইসলামের এবং দেশের স্বার্থে ঐক্যবদ্ধ এবং ষড়যন্ত্র হলে তা প্রতিহত করবে।
চরমোনাই পীর অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করে বলেন, তারা জনগণের ভোটে সরকার পরিচালনা করছেন না, বরং ৫ আগস্টের অভ্যুত্থানের ফসল।
এম.কে.