ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১

সাংবাদিক ইলিয়াসের মন্তব্যের জবাবে যা বললেন জামায়াতের নায়েবে আমীর

প্রকাশিত: ০৩:৩৫, ১৯ ডিসেম্বর ২০২৪; আপডেট: ০৩:৩৫, ১৯ ডিসেম্বর ২০২৪

সাংবাদিক ইলিয়াসের মন্তব্যের জবাবে যা বললেন জামায়াতের নায়েবে আমীর

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের মন্তব্যের জবাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

সম্প্রতি ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে ‘আসিফ নজরুল মন্ত্রণালয়ের কাজ বাদ দিয়ে ইউটিউবারদের পেছনে দৌড়াচ্ছেন’ শিরোনামের ভিডিওতে দাবি করেন, "জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ভারতের লবিং মেইনটেইন করেন"। এমনকি তাকে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্ট বলেও উল্লেখ করা হয়।

এসব অভিযোগকে ভিত্তিহীন এবং মিথ্যা আখ্যা দিয়ে ডা. তাহের বলেন, “আমার দল উচ্চ নৈতিকতা ও জবাবদিহিতার ভিত্তিতে পরিচালিত একটি সংগঠন। ভারত বা কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে আমার বা দলের কোনো সংযোগ নেই। এই ধরনের অভিযোগের কোনো সত্যতা নেই।"

তিনি আরও বলেন, “ইলিয়াস হোসেনের মতো একজন সাংবাদিকের উচিত ছিল এ ধরনের গুরুতর অভিযোগ প্রকাশের আগে তথ্য যাচাই করা। তার বক্তব্য সত্যের অপলাপ হয়েছে। লাখো দর্শক-শ্রোতার সামনে এমন ভিত্তিহীন মন্তব্য অনুচিত।"

তিনি ইলিয়াস হোসেনের প্রতি বিষয়টির সত্যতা অনুসন্ধান শেষে তার ইউটিউব চ্যানেলের মাধ্যমেই জাতির সামনে সত্য প্রকাশের আহবান জানান।

এম.কে.

×