ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১

গত ১৭ বছর ভারতকে বাংলাদেশ শুধু দিয়েই গেছে: ডা. জাহিদ হোসেন

প্রকাশিত: ১৮:৩৩, ১৮ ডিসেম্বর ২০২৪

গত ১৭ বছর ভারতকে বাংলাদেশ শুধু দিয়েই গেছে: ডা. জাহিদ হোসেন

অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন

গত ১৭ বছরে ভারতকে বাংলাদেশ শুধু দিয়েই গেছে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে ১২ দলীয় জোট আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

ডা. জাহিদ হোসেন বলেন, "ভারত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে পাশে ছিল, সেজন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু তারা কড়ায় গন্ডায় প্রতিদান আদায় করে নিয়েছে। আজও ফারাক্কার পানির সমস্যা সমাধান হয়নি। বরং ভারতের বাঁধ খুলে দিয়ে অনাকাঙ্ক্ষিত বন্যা সৃষ্টি করা হয়। সীমান্তে হত্যা এবং বাজারে পেঁয়াজের মূল্যবৃদ্ধি এসবই ভারতীয় আগ্রাসনের অংশ।"  

তিনি আরও বলেন, "ভারতের প্রধানমন্ত্রী তার টুইট বার্তায় যে মনোভাব প্রকাশ করেছেন, তা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তোলে। ১৭ বছর ধরে ভারত বাংলাদেশকে ট্রানজিট নেয়ার প্রতিশ্রুতি দিয়ে ভুল বোঝাচ্ছে। আখাউড়া দিয়ে ভারতের ট্রাক চললেও বাংলাদেশের অর্থনীতি কেবল কমছে।"  

সমাবেশে সভাপতিত্ব করেন ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ড. নুরুল আমিন বেপারী এবং অন্যান্য নেতৃবৃন্দ।  
 

আশিকুর রহমান

×