ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১

নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি: সালাহউদ্দিন আহমেদ

প্রকাশিত: ১৪:২২, ১৮ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৪:২২, ১৮ ডিসেম্বর ২০২৪

নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, নির্বাচনের রোডম্যাপ নিয়ে দলের যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি। তার মতে, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষ করতে চার থেকে ছয় মাসের বেশি সময় লাগার কথা নয়।

বুধবার (১৮ ডিসেম্বর) মহাখালীর কড়াই বস্তি এলাকায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কর্মসূচি উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, "সরকারের প্রধান ও প্রথম কাজ হওয়া উচিত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। এর জন্য আইনি, প্রাতিষ্ঠানিক এবং মাঠ পর্যায়ে কিছু গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন। আমাদের বিশ্লেষণ অনুযায়ী, এসব সংস্কার শেষ করতে চার থেকে ছয় মাসের বেশি সময় লাগবে না।"

তিনি আরও জানান, বিএনপি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকারের কাছে বাস্তবসম্মত পদক্ষেপের দাবি জানিয়েছে।

 

রাজু

×