ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১

বাফার জোনের সিরিয়া অংশে নেতানিয়াহু: আঞ্চলিক নিরাপত্তা নাকি নতুন কৌশল

প্রকাশিত: ১১:৫৪, ১৮ ডিসেম্বর ২০২৪

বাফার জোনের সিরিয়া অংশে নেতানিয়াহু: আঞ্চলিক নিরাপত্তা নাকি নতুন কৌশল

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি হার্মান পর্বত পরিদর্শন করেছেন। ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, সিরিয়ার আসাদ সরকারের পতনের পর, নতুন পরিস্থিতিতে সিরিয়ার সীমান্ত এলাকায় প্রবেশ নিষেধাজ্ঞার বিতর্কের মধ্যেই নেতানিয়াহু এই পদক্ষেপ নেন।

নেতানিয়াহু জানান, ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করতে আইডিএফ (ইসরাইলি ডিফেন্স ফোর্স) সেনারা আপাতত ওই এলাকায় অবস্থান করবে। তিনি বলেন, "তেল আবিবসহ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের প্রস্তুত থাকতে হবে।"

হার্মান পর্বত ও তার আশপাশের এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সেনা মোতায়ন থাকবে বলেও তিনি উল্লেখ করেন। নেতানিয়াহুর এই পদক্ষেপকে ইসরাইলের আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।বাফার জোনের সিরিয়া অংশ" বলতে ইঙ্গিত করা হয়েছে সিরিয়া সীমান্তবর্তী সেই নিরপেক্ষ ভূখণ্ড, যা বর্তমানে ইসরাইলের নজরদারির আওতায় রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, সিরিয়ার বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতা এবং সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তার চ্যালেঞ্জ বিবেচনায় ইসরাইল এই পদক্ষেপ নিয়েছে। তবে এই সিদ্ধান্ত ঘিরে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে

জাফরান

×