ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, ১৯৭১ সালে আমাদের আশ্রয় দেওয়ার পেছনে ভারতের রাজনৈতিক স্বার্থ ছিল। পাকিস্তানকে দুর্বল করার জন্য পূর্ব বাংলাকে (বাংলাদেশ) আশ্রয় দিলে ভারত আধিপত্য বিস্তার করতে পারবে। কিন্তু ভারত সেদিন মনে করেনি বাংলাদেশ স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হয়ে তাদের কথামতো উঠবে-বসবে না।
তিনি বলেন, আমরা দিল্লির হাত থেকে মুক্ত হয়েছি, আর যুক্ত হবো না। ভারত যদি সম্পর্ক রাখতে হয় বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। কোনো বিশেষ দল, বিশেষ ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখলে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক পরিবর্ধন হবে না।
গত সোমবার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর বাস টার্মিনালে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়ের ভূঁইয়া আরও বলেন, আন্দোলন সংগ্রামের মাধ্যমে শেখ হাসিনার পতন নিশ্চিত করে দ্বিতীয়বারের মতো আজ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের আমেজ বিরাজমান। এরপরও বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র চলছে। এ বিজয় ধরে রাখতে আমাদের আরও পরিশ্রম করতে হবে। যতক্ষণ না এ অন্তর্বর্তী সরকার একটি রোডম্যাপের মাধ্যমে অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে না, ততক্ষণ আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
হাসিনা ও তার দোসররা বসে নেই জানিয়ে তিনি বলেন, বিদেশে বসে তাদের চক্রান্ত-ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। কয়েকটি ঘটনার মধ্য দিয়ে দেশকে নিয়ে চক্রান্ত-ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশি-বিদেশি একটি মহল বাংলাদেশের এ অর্জনকে সহজভাবে মেনে নিতে চায় না।
শিহাব