ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১

জিয়াকে স্বাধীনতার ঘোষক স্বীকৃতি কেন দেয়া হয়নি? প্রশ্ন জামায়াতের আমিরের

প্রকাশিত: ০৯:৩৩, ১৮ ডিসেম্বর ২০২৪

জিয়াকে স্বাধীনতার ঘোষক স্বীকৃতি কেন দেয়া হয়নি? প্রশ্ন জামায়াতের আমিরের

জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক স্বীকৃতি না দেওয়ার বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। এতদিন বিএনপির পক্ষ থেকে এই দাবি করা হলেও এবার জামাতের পক্ষ থেকেও এ নিয়ে স্পষ্ট অবস্থান নেওয়া হয়েছে। বিজয় দিবসের এক সমাবেশে জামাত আমির এই প্রসঙ্গ তুলে নতুন বিতর্কের সূত্রপাত করেন।

ড. শফিকুর রহমান অভিযোগ করেন, স্বাধীনতা একটি পরিবারের ব্যক্তিগত সম্পদে পরিণত হয়েছে। শেখ মুজিবুর রহমান কবে, কোথায় স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তা কেউ জানে না বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, ৭ই মার্চ শেখ মুজিব স্বাধীনতার ডাক দিয়েছিলেন বলে দাবি করা হলেও, ২৩শে মার্চ পাকিস্তান দিবসে শেখ মুজিবুর রহমান নিজের বাসভবনে পাকিস্তানের পতাকা উত্তোলন করেছিলেন। এ প্রসঙ্গ সামনে এনে জামাতের আমির বলেন, তখন ছাত্ররা সেই পতাকা নামিয়ে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিল।

জামাত আমিরের মতে, শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেননি, বরং তা করেছিলেন জিয়াউর রহমান। তিনি আরও দাবি করেন, যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিক্রি করে দিয়েছে, তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে এবং যে দেশের আদর্শ লালন করে, সেই দেশেই বসবাস করছে। এখানে তিনি পরোক্ষভাবে ভারতকে ইঙ্গিত করেন।

শেখ হাসিনার প্রসঙ্গে তিনি বলেন, তিনি দেশে ফিরে এসেছেন কেবল তার পিতার হত্যার প্রতিশোধ নিতে। পাশাপাশি, শেখ মুজিব ও তার কন্যা দেশের স্বার্থ ভারতের কাছে বন্ধক দিয়েছেন বলে জামাত আমির অভিযোগ করেন।

তিনি আরও বলেন, শেখ মুজিব বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে ত্যাগ করেছিলেন এবং ভারতীয় আধিপত্যকে প্রাধান্য দিয়েছিলেন। তার কন্যা শেখ হাসিনাও একই ধারায় জনগণের ওপর দমনপীড়ন চালিয়েছেন।

জামাতের আমির বক্তব্যে ২০০৬ সালের ২৮শে অক্টোবর পল্টন ময়দানের ঘটনাও উল্লেখ করেন। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে যারা প্রাণ হারিয়েছে, তাদের ন্যায়বিচার প্রতিষ্ঠা জামায়াতে ইসলামী করবে।

এ বক্তব্যের মাধ্যমে জামাত বিএনপির দাবির সঙ্গে নিজেদের অবস্থান সুসংহত করেছে। তবে আওয়ামী লীগ এবং তাদের সমর্থকরা এই বক্তব্যের সঙ্গে একমত নন। এই মন্তব্যগুলো নতুন করে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ সৃষ্টি করেছে।

 

রাজু

×