সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যশোরে যুবদল ও বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় যুবদল ও জেলা বিএনপি পৃথক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
যশোর জেলা যুবদলের প্রচার সম্পাদক এসকেন্দার আলী জনিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ দলের নেতাদের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের দফতর সম্পাদক নূরুল ইসলাম সোহেলের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুবদল সূত্রে জানা গেছে, জনি দীর্ঘদিন ধরে সংগঠনের সভাপতি এম তমাল আহমেদ ও সাধারণ সম্পাদক আনছারুল হক রানাকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট করতেন। সম্প্রতি এক পোস্টে তিনি রাজনীতিক পটপরিবর্তনের পর ঢাকায় সম্পদ গঠনের অভিযোগ তোলেন। সমালোচনার মুখে তিনি পোস্টটি মুছে ফেলেন। এ বিষয়ে যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা জানান, নানা অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় যুবদল তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।
অন্যদিকে, কেশবপুরে ইউনিয়ন আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় বিদ্যানন্দকাটি ইউনিয়নের ১ নম্বর ভান্ডারখোলা ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেনকেও বহিষ্কার করা হয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
তিনি আরও জানান, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেয়া হবে।
রাজু