ব্যারিস্টার রুমিন ফারহানা
বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, দেশের স্বার্থে দ্রুত নির্বাচন হলে সবার জন্য মঙ্গলজনক।
তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে দেশে নানা মহল বিভিন্ন ষড়যন্ত্রে ব্যস্ত। তারা এই সরকারকে একটি দিনের জন্য শান্তিতে কিছু পরিচালনা করবে সেই সুযোগ দিতে রাজি না। সেই জায়গা থেকেই আমরা বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে একটি নির্বাচিত সরকার যত সহজে এই ধরণের অস্থিতিশীল সমস্যা মোকাবিলা করতে পারে আর কোন সরকারের পক্ষে তত সহজে মোকাবিলা করা সম্ভব না। তাই দেশের স্বার্থে দ্রুত নির্বাচন হলে সবার জন্য মঙ্গলজনক হবে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় রুমিন ফারহানা এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত সংকটময় এবং স্থবির। দেশি ও বিদেশি বিনিয়োগ যথেষ্ট পরিমাণে হচ্ছে না, যা দেশের উন্নয়নের জন্য অপরিহার্য। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা ছাড়া আর কোনো বিকল্প নেই।
তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান, একটি রোডম্যাপ প্রকাশ করে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হোক। তার মতে, ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে না দিলে দেশের অর্থনৈতিক সংকট দূর করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, আমরা আশা করি, অন্তর্বর্তী সরকার একটি কার্যকর পরিকল্পনা নিয়ে সামনে আসবে, যাতে জনগণের ক্ষমতা পুনরুদ্ধার সম্ভব হয়। যাতে দেশের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়িত হতে পারে।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, নতুন বাংলাদেশে সাংবাদিকদের ভূমিকা হবে সবচেয়ে শক্তিশালী। আপনারা যার যার অবস্থান থেকে সাহসের সাথে সততার সাথে বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে মানুষের সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠবেন। বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে, মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ.বি.এম. মেমিনুল হক প্রমুখ।
শহীদ