ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘বিএনপির সংস্কারের ফলেই আজকের অবস্থানে বাংলাদেশ’

প্রকাশিত: ১৭:১৩, ১৭ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৭:১৬, ১৭ ডিসেম্বর ২০২৪

‘বিএনপির সংস্কারের ফলেই আজকের অবস্থানে বাংলাদেশ’

ছবি: সংগৃহীত।

বিএনপির সার্বিক সংস্কারের মাধ্যমে বাংলাদেশ আজকের অবস্থানে পৌঁছেছে, এমন মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তার মতে, শত দূর্নীতির পরও বাংলাদেশ আজকের অবস্থানে দাঁড়িয়ে আছে বিএনপির সার্বিক সংস্কারের কারনে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর বিএসএমএমইউতে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও গণ অভ্যুত্থানে আহতদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু আরও বলেন, দেশের মানুষের অর্থনৈতিক, সামাজিক মুক্তির জন্য মুক্তিযুদ্ধের চেতনার আলোকে সংস্কার কাজ করে গেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিএনপির প্রতিষ্ঠাও হয়েছে সংস্কারের মাধ্যমে, যাতে করে একদলীয় শাসনব্যবস্থা থেকে বের হয়ে আসতে পারে দেশ।

তিনি বলেন, “এত দুর্নীতির পরও বাংলাদেশ আজকে যে অবস্থানে দাঁড়িয়ে, তা বিএনপির সার্বিক সংস্কারেরই ফল। কিন্তু গত ১৫ বছরে সেই অগ্রগতি থমকে গেছে। আগামী দিনে জাতীয় সরকার গঠন করে পরিপূর্ণভাবে ৩১ দফার বাস্তবায়ন হবে।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, “সংস্কার একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, আগামী দিনে সংসদে জনগণের সমর্থন নিয়ে ৩১ দফার আলোকে সংস্কার করা হবে।”

নুসরাত

×