আ স ম আবদুর রব
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, "বিজয় এখনো আসেনি। সরকার তখনই প্রকৃত বিজয় আনতে পারবে যখন দেশের প্রতিটি নাগরিক খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসার নিশ্চয়তা পাবে।"
তিনি বলেন, "শহীদ আবু সাঈদ নির্বাচনের জন্য প্রাণ দেননি। নির্বাচন গুরুত্বপূর্ণ হলেও তার আগে দেশের রাজনৈতিক এবং সামাজিক সংস্কার অপরিহার্য।"
আ স ম রব আরও বলেন, "আমরা মুক্তিযুদ্ধ করেছি দেশের স্বাধীনতা ও মানুষের মুক্তির জন্য, কারো তাবেদারি করার জন্য নয়। বিজয় তখনই আসবে, যখন দেশের প্রতিটি মানুষ পেট ভরে খেতে পারবে এবং শিক্ষার সমান অধিকার নিশ্চিত হবে।"
স্বাধীনতার পর এখনো শহীদ বীর মুক্তিযোদ্ধাদের, বুদ্ধিজীবীদের তালিকা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আবদুর রব। তিনি আরও বলেন, ‘এত বছর হইছে, এখনো শহীদ বীর মুক্তিযোদ্ধাদের, বুদ্ধিজীবীদের তালিকা হয়নি। আমাদের প্রকৃত বিজয় হয়নি এখনো।’
তিনি সকলকে দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
জাফরান