ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে আ. লীগ’

প্রকাশিত: ১৩:৪০, ১৭ ডিসেম্বর ২০২৪

‘নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে আ. লীগ’

ছবি: সংগৃহীত।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন মন্তব্য করেছেন, আওয়ামী লীগ বিরোধী মতকে নির্মমভাবে দমন করেছে এবং এর ফলে বহুদলীয় গণতন্ত্রের মূল ভিত্তি ধ্বংস হয়ে গেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ইসলামী ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় ড. খালিদ হোসেন আরও বলেন, আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। অথচ পাকিস্তান আমলেও নির্বাচন কমিশন শক্তিশালীভাবে কাজ করেছে।

তিনি বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে স্বাধীন সার্বভৌম কল্যাণময় রাষ্ট্র গঠন সম্ভব হবে। দেশের সকলকে ঐক্যবদ্ধ থেকে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি। দেশের ব্যাংকগুলো লুঠপাট করে ব্যাংকিং খাতকে সর্বশান্ত করেছে। দেশের মানুষের মৌলিক সব অধিকার হরণ করেছিলো আওয়ামী লীগ। দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে সাধারণত মানুষের স্বপ্ন বাস্তবায়ন হবেই বলে জানান তিনি।

ড. আ ফ ম খালিদ হোসেন আরও বলেন, ইইসলামিক ফাউন্ডেশনে রাজনৈতিকভাবে ডিজি নিয়োগ হওয়ায় নানা দুর্নীতি ও অনিয়ম হয়েছে। তাই রাজনৈতিক লেজুড়বৃত্তি না করে পেশাদারিত্ব বজায় রেখে কর্মকর্তা কর্মচারীদের কাজ করে যাওয়ার আহ্বান জানান ড. আ ফ ম খালিদ হোসেন।

নুসরাত

×