ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলে বিএনপির ধাওয়া 

প্রকাশিত: ১১:৫১, ১৭ ডিসেম্বর ২০২৪

রাতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলে বিএনপির ধাওয়া 

ছবি সংগৃহীত

জামালপুরের ইসলামপুর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আকস্মিকভাবে ঝটিকা মিছিল করেছেন। সোমবার (১৬ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভার চর দাখিল মাদ্রাসার শহীদ মিনার থেকে শুরু হওয়া মিছিলটি সভারচর মোড় পর্যন্ত যায়। সেখানে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মিছিলকারীদের ধাওয়া দিলে তারা কিছু ভাঙচুর করে দ্রুত পালিয়ে যায়।

মিছিলে নেতৃত্ব দেন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক সুজন মিয়া, আওয়ামী লীগ কর্মী হাবেজ আলীসহ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

এ ঘটনার প্রতিবাদে ইসলামপুর উপজেলা বিএনপি নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে থানা মোড়ের বটতলা চত্বরে এসে শেষ হয়। সেখানে বিএনপি নেতাকর্মীরা পথসভা করেন এবং ছাত্রলীগ-যুবলীগের এমন আচরণের নিন্দা জানান।

আশিকুর রহমান

×