ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আ. লীগ অনুতপ্ত না হয়ে উল্টো ষড়যন্ত্র করছে : খন্দকার মোশাররফ

প্রকাশিত: ১০:৫১, ১৭ ডিসেম্বর ২০২৪

আ. লীগ অনুতপ্ত না হয়ে উল্টো ষড়যন্ত্র করছে : খন্দকার মোশাররফ

খন্দকার মোশাররফ

এই সরকার জনগণের যে মৌলিক প্রত্যাশা জনগণের অধিকার ভোটের অধিকার ফিরিয়ে পাবে । যে মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার চেতনা আমরা এদেশে এ পর্যন্ত কেন বাস্তবায়ন করতে পারলাম না কেন এই ২০২৪ এর জুলাই আগস্টেও এদেশের মানুষের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য গণতন্ত্র পুনরুদ্ধারণের জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং অর্থনীতিকে রক্ষা করার জন্য দেশকে বাঁচানোর জন্য কেন আন্দোলন করতে হয়েছে কেন প্রাণ দিতে হয়েছে আজকে যদি এই দিনে আমরা এগুলো উপলব্ধি করতে পারি তাহলেই আসলে এই ধরনের আলোচনা সবাই উপস্থিত থাকার সার্থকতা । 

 আমরা কথার কথা অনেক সময় অনেক কিছু বলি কিন্তু কাজের বেলা আমরা করি না বা করতে পারি না এদেশের মানুষ প্রত্যাশা করেছে যে সর্বশেষ যে গণঅভ্যুত্থান সর্বশেষ গণঅভ্যুত্থানের পরে আজকে যারা সরকারে প্রতিষ্ঠিত এই সরকার বৈষম্য বিরোধী ছাত্র এবং জনগণের একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত সবাই আশা করেছে যে এ পর্যন্ত যে জনগন এদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করেছে প্রাণ দিয়েছে সেই লক্ষ্যে এই সরকার থেকে ইতিবাচক সকল কার্যক্রম বা ইঙ্গিত জনগণ পাবে কিন্তু অনেক ব্যাপারে এখানে হতাশা এটা আমরা প্রত্যাশা করি না । এই সরকার যখন দায়িত্ব গ্রহণ করে আমাদের দলের মত দল সর্বোপরি জনপ্রিয় বাংলাদেশের দল এই সরকারকে সমর্থন দিয়েছে এবং প্রত্যাশা করেছি যে অতি দ্রুত এই সরকার জনগণের যে মৌলিক প্রত্যাশা জনগণের অধিকার ভোটের অধিকার ফিরিয়ে পাবে এবং জনগণ তাদের নির্বাচিত পছন্দমত ব্যক্তিদেরকে সরকারে বসাবে এবং সেই সরকার এই বাংলাদেশকে বাংলাদেশের সেই লক্ষ্য অর্জনের জন্য তারা এগিয়ে নিয়ে যাবে কিন্তু আমরা দেখছি যে যে স্বৈরাচার ফেসিস্ট সরকার গায়ের জোরে ক্ষমতায় থাকতে চেয়েছিল তারা কিন্তু এই আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং  পালিয়ে গিয়ে তারা কিন্তু কোন রকমে নিজেদেরকে দোষী মনে করতেছে না বা নিজেরা অনুতপ্ত না তারা বরং নানা রকমের ষড়যন্ত্র নানা রকমের উস্কানি দিয়ে দেশে বিদেশে ষড়যন্ত্র সৃষ্টি করছে যাতে করে এই দেশ কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে নাপারে । 

রাজু

×