ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা দেবে: মির্জা আব্বাস

প্রকাশিত: ১০:১৭, ১৭ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১০:১৭, ১৭ ডিসেম্বর ২০২৪

অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা দেবে: মির্জা আব্বাস

এদেশের মানুষ স্বৈরাচারমুক্ত হয়েছে । এদেশের মানুষ চায় এক স্বৈরাচার মুক্ত হয়ে আরো কোন স্বৈরাচারীর হাতে না পড়ে যাই। এদেশের মানুষ ভোটের অধিকার চায়। সুনির্দিষ্ট ভাবে আমাদের ভোটের জন্য কতদিন অপেক্ষা করতে হবে সেটা জানিয়ে দিন।  

নির্বাচনের জন্য অপেক্ষা করতে রাজি আছি। সংস্কার হবে, তবে যুগ যুগ ধরে অপেক্ষা করতে রাজি নয়। দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ এসব কিছুর জন্য রাজনৈতিক সরকার দরকার। নির্বাচনের রোড ম্যাপ দরকার।

উপদেষ্টাদের উদ্দেশে তিনি বলেন, রাজনৈতিক নেতাদের সম্মান দিয়ে কথা বলতে হবে।

এ সময় বিএনপি ক্ষমতায় যেতে নয়, সাধারণ মানুষের অধিকার আদায় করতে চায় বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা।

রাজু

×