ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মুজিববাদ প্রতিষ্ঠার মাধ্যমে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছিলেন- সারজিস

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১০:০৪, ১৭ ডিসেম্বর ২০২৪

মুজিববাদ প্রতিষ্ঠার মাধ্যমে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছিলেন- সারজিস

সারজিস আলম

মুজিববাদ প্রতিষ্ঠার মাধ্যমে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছিলেন।

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম অভিযোগ করেছেন, "মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে শেখ হাসিনা বিগত ১৬ বছরে দেশের মানুষকে প্রকৃত নাগরিক হয়ে উঠতে দেয়নি।"

সোমবার (১৬ ডিসেম্বর) জাতীয় নাগরিক কমিটির আয়োজনে শাহবাগে বিজয় র‍্যালি পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম আরও বলেন, "এই জনপদের রাষ্ট্র হয়ে ওঠার সুযোগ ১৯৪৭ সালে আসলেও তা কাজে লাগানো যায়নি। মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালে শেখ মুজিবুর রহমান মুজিববাদ প্রতিষ্ঠার মাধ্যমে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছিলেন। সংবিধান ধ্বংস এবং সার্বভৌমত্ব ভারতের কাছে লিজ দিয়েছিলেন।"

সভায় আরও বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, কেন্দ্রীয় সংগঠক আলী নাছের খান, যুগ্ম মুখ্য সংগঠক নিজাম উদ্দিন, এস এম শাহরিয়ার এবং যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

জেআই

×