বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আমরা আশা করি এই নির্বাচনটি সকলের জন্য দ্বার উন্মোক্ত। দেশের জনগণ যাদের সুযোগ দিবে। তারাই দায়িত্ব পাবে। আমরা কামনা করি। প্রত্যেক রাজনৈতিক দলই নির্বাচনে অংশগ্রহণ করুক। কাউকে বাদ দিতে হলে জনগণই বাদ দিবে।
আগামী বছরের মাঝামাঝি নাগাদ নির্বাচনের রুপরেখা প্রধান উপদেষ্টা ঘোষনা করবেন। সংস্কারের জন্য তিনি যেহেতু সময় চেয়েছেন। আমরা বিএনপির পক্ষ থেকে সব সময় সমর্থন জানিয়ে এসেছি। ভবিষ্যতে সমর্থন জানাবো।
তবে আগামী বছর ডিসেম্বরের আগে নির্বাচন হলে আমরা অত্যান্ত খুশি হবো। কারন ইতিমধ্যে পতিত স্বৈরাচার সরকার সীমান্তের কাছাকাছি থেকে নানা রকম ষড়যন্ত্র করছে। দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। সেজন্য নির্বাচিত সরকার হলে দৃঢ়তার সাথে তাদের মোকাবেলা করতে পারবে। সেজন্য আমরা এখনো আশা করি। আগামী বছরের মাঝে যেন তিনি নির্বাচন দিন তারিখ ঘোষনা করবে বলেন আমরা আশা করি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান উপদেষ্টা যেহেতু বলেছেন যে, আগামী বছরের ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন দেওয়ার পক্ষে। জরুরী কোন প্রয়োজন হলে তিনি আরোও ৬ মাস সময় চেয়েছেন। প্রধান উপদেষ্টার প্রতি আমাদের আস্থা আছে। সংস্কারের জন্য তাকেও একটু সুযোগ দিতে হবে।
তাছাড়া এই যে অপরাধীদের বিচার শুরু হয়েছে সেখানোও কিছু বিষয় আছে। তিনি বলেন নি কিন্তু আমরা উপলব্ধি করি। পুলিশ বাহিনী বর্তমানে অনেকটা চুপচাপ বসে আছে। তারা ঠিক মতো কাজ করছে না। জনগণ তাদের উপস্থিতি অনুভব করছে না। যার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি লক্ষ্য করছি। সুতরাং আমরা আশা করছি দ্রুত একটি নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করলে জনগণের সকল সেক্টরে সুফল পেতে শুরু
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্রব্যমূল্য জনগণের নিয়ন্ত্রণ থাকলে আমরাও খুশি হবো।
শহীদ